এবারেও রথের চাকা এবারও গড়াল না শ্রীরামপুর মাহেশে (Mahesh Rath Yatra)। ৬২৫ বছরে পদার্পণ করল বিখ্যাত মাহেশের রথযাত্রা। প্রতিবছর ধুমধাম করে রথযাত্রা পালন করা হলেও চলতি বছর করোনা মহামারির কারনে মাহেশের রথযাত্রা উৎসব হচ্ছে না। তবে রীতি মেনে পুজোপাঠ হয়েছে।
সোমবার সকাল থেকেই জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) জগন্নাথ দেবকে রত্নবেদী থেকে নামিয়ে চলে বিশেষ পুজো অর্চনা। একইসঙ্গে এদিন সকাল থেকেই স্থানীয় ভক্তরা মন্দিরে প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে দর্শন করতে ভিড় জমান।
সকাল সকাল প্রভু জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয়। করোনার জেরে বিধিনিষেধের কারণে এ বছর বিকেলে চারটে নাগাদ নারায়ণ শিলাকে রথের চারপাশে তিনবার ঘুরিয়ে নেওয়া হবে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় পদব্রজে রথ মাসির বাড়ি নিয়ে যান।