‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি’। সেই কবে গানটি গেয়েছিল মোহীনের ঘোড়াগুলি। তখন অবশ্য সোশ্যাল মিডিয়ার কোনও অস্তিত্বই ছিল না। কিন্তু, আজ নেটের জালে ফেঁসে গিয়ে হাঁসফাঁস করছে দুনিয়া। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এবং আরও কত কী! হাতের মুঠোয় থাকা ছোট্ট একটা ডিভাইসের মধ্যেই ঢুকে পড়েছে গোটা জগৎ। এর ফলে ক্রমশ হারিয়ে যাচ্ছে শারীরিক স্পর্শ, অনুভূতি, আবেগ। আর এই নিয়েই এবার নতুন গান বেঁধেছেন তেপান্তর বাবী। গানের নাম ‘মুখপুস্তিকা ছেড়ে বরং আমার বাড়ি চলো’।
আগামী ১৬ জুলাই পঞ্চম বর্ষপূর্তি বাংলা ব্যান্ড ‘তেপান্তর’-এর। সেই উপলক্ষ্যেই সোশ্যাল মিডিয়াতে মুক্তি দিতে চলেছে নতুন একটা বাংলা মৌলিক গান। গানের বিষয় – “চিন্তা যখন ঘিরে ধরে”। গানটির লেখা, কণ্ঠ, যন্ত্রানুসঙ্গীত ও ভিডিও এডিটিং একাই করেছেন তেপান্তর বাবী। ১৫ জুলাই তেপান্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে গানটি।
ইতিমধ্যেই গানের ভিডিও শুট শেষ হয়েছে। চলছে ভিডিও এডিটিংয়ের শেষ পর্যায়ের কাজ। বাবী জানিয়েছেন, করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে যথেষ্ট কষ্টসাধ্য ছিল ভিডিও তৈরির কাজ। আউটডোর শুটিং করা যায়নি। যদিও সেই সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তিনি এগিয়েছেন। শিল্পীর দাবি, “বর্তমান পরিস্থিতিতে মানুষের নিত্য জীবনে অতি বেশী সোশ্যাল মিডিয়া আসক্তি তৈরি হয়েছে। সেইটা যথেষ্ট দুঃখজনক। আমাদের ছোটবেলায় রথটানা, ঘুড়ি ওড়ানো, কাদা মেখে ফুটবল খেলা, মেলায় যাওয়া, পাঁপড় ভাজা, জিলিপি খাওয়ার নেশা ছিল। কিন্তু, বর্তমান সময়ে শিশুরা নেটের জালে আবদ্ধ। পড়াশুনো থেকে ভিডিও গেম সব কিছুই স্মার্টফোন আর ইন্টারনেটে। ফলে ছেলেবেলা হারিয়ে যেতে বসেছে। এমনকী পয়লা বৈশাখ ও বিজয়াতে গুরুজনদের বাড়ি গিয়ে প্রণাম করা ও মিষ্টি খাওয়ার চলও এখন উঠে যেতে বসেছে।” এসব তেপান্তর বাবীর মনকে বড্ড পীড়া দেয়। তাই এবারের নতুন গান নেটিজেনদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী।
তেপান্তর বাবীর সাম্প্রতিক বেশ কয়েকটি কাজ যথেষ্ট সাড়া ফেলেছে সংগীতপ্রেমী মানুষের মধ্যে। বাংলাদেশে তাঁর তৈরি দুটি টাইটেল মিউজিক যথেষ্ট জনপ্রিয় হয়েছে। একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ‘সংযোজন’-এর থিম মিউজিকও শ্রোতাদের খুবই ভালো লেগেছে। আগামী দিনে দর্শকশ্রোতাদের জন্য আরও ভালো ভালো নতুন ধরনের গানের উপহার দিতে বদ্ধপরিকর তেপান্তর বাবী।