জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহারের অনুমতি পেতে চলেছে জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন? এমনই সম্ভাবনা দেখে দিয়েছে। সোমবার ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা DCGI (Drug controller General of India) জানিয়েছে জরুরি ভিত্তিতে জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন জাইকভ ডি (ZyCoV-D) কে ছাড়পত্র দিতে আর অল্প কয়েকদিন সময় লাগতে পারে।
সূত্রের খবর, চলতি সপ্তাহেই বৈঠকে বসছে বিশেষজ্ঞ কমিটি (SEC)। সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। এরপর ইমারজেন্সি ইউজ অথরাইজেশন (EUA) কয়েকটি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাশাপাশি ১২ বছরের ঊর্ধ্বদের ভ্যাকসিন প্রয়োগের বিষয়টি নিয়েও বিশেষজ্ঞ কমিটি (SEC) খতিয়ে দেখবে। যদি সব ঠিকঠাক থাকে তবে খুব শিগগিরই ব্যবহারের ছাড়পত্র দেওয়া হবে ZyCoV-Dকে।
জাইডাস ক্যাডিলা জানিয়েছে, এই ভ্যাকসিন কোভিড-১৯ এর বিরুদ্ধে একটি প্লাসমিড DNA ভ্যাকসিন। ক্যাডিলা হেল্থকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর শারবিল পাটিল আগেই সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, অনুমোদন মিললে এই ভ্যাকসিন শুধু প্রাপ্তবয়স্কদেরই নয়, ১২ থেকে ১৮ বছর বয়সীদের পক্ষেও সহায়ক হবে।
বেঙ্গালুরুর এই ঔষধ সংস্থার দাবি, ইঞ্জেকশন ছাড়াই এই ভ্যাকসিন ফার্মাজেট পদ্ধতিতে প্রয়োগ করা যাবে। এর ফলে ভ্যাকসিনেশনের পর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমবে। এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হলে তা হবে করোনা প্রতিরোধের ক্ষেত্রে বিশ্বের প্রথম DNA ভিত্তিক ভ্যাকসিন। সব ঠিকঠাক থাকলে দেশে পঞ্চম টিকা হিসেবে আসতে চলেছে ZyCoV-D। এখনও পর্যন্ত ভারতের কোভিশিল্ড, কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক ভি ও আমেরিকার মডার্না ভ্যাকসিন চালু রয়েছে এ দেশে।
সংস্থার তরফে জানানো হয়েছে, DNA-প্লাসমিড ভিত্তিক ZyCoV-D ভ্যাকসিন তিনটি ডোজে প্রয়োগ করা হবে। এই ভ্যাকসিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিজার্ভ করা যায়। ফলে দেশের যে কোনও প্রান্তে সহজেই এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া যাবে।