dera-chief-gurmeet-ram-rahim
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন সাজা দিল হরিয়ানার পঞ্চকুলার বিশেষ CBI আদালত। ২০০২ সালের শিষ্য খুনে দোষী সাব্যস্ত তিনি। পাশাপাশি অন্য চার অপরাধীরও সোমবার একই সাজা ঘোষণা হয়েছে। ৫ অক্টোবর সিবিআই আদালত গুরমিত-সহ ৫ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।


যাবজ্জীবন সাজার পাশাপাশি, CBI আদালত গুরমিতের ৩১ লক্ষ জরিমানার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অন্যান্য অপরাধীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। প্রায় দু’দশকের পুরনো ওই মামলার ষষ্ঠ অভিযুক্তের কিছু দিন আগেই মৃত্যু হয়েছে।

২০০২ সালের ১০ জুলাই। কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে উদ্ধার হয় গুরমিতের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ দেহ। CBI-এর দাবি, গুরমিত তাঁর শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাতেন। তাঁর সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরনোর পিছনে রয়েছেন রণজিৎ। তাই তাঁকে খুন করানো হয়।

Share it