ED Rujira Abhishek
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কয়লা কাণ্ডে ED-এর সমনে হাজিরা মামলায় স্থগিতাদেশে পেলেন না অভিষেক-রুজিরা। কয়লাকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনের উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে। ফলে আদালতে ধাক্কা খেলেন অভিষেক-রুজিরা। মামলার পরবর্তী শুনানি সোমবার, ২৭ সেপ্টেম্বর।

অভিষেক ও রুজিরার পক্ষে মঙ্গলবার আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। মূলত, কলকাতার একটি মামলায় দিল্লিতে হাজিরার জন্য ডেকে পাঠানোতেই আপত্তির কথা জানিয়েছেন আইনজীবী। তাঁদের তরফে আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করে বলেন, অভিষেক-রুজিরা দু’জনেই কলকাতার বাসিন্দা। তাই এ বিষয়ে কোনও অভিযোগ ও তদন্ত পশ্চিমবঙ্গের আইনব্যবস্থার আওতায় পড়ে। তাই তাঁদের কলকাতায় হাজিরার ব্যবস্থা করা হোক।

কিন্তু এদিন সেই আর্জি নাকচ করে দেয় দিল্লি হাই কোর্ট। পাশাপাশি অভিষেক-রুজিরা এবং ED অর্থাৎ দু’পক্ষকেই আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে হলফনামা জমা দিতে হবে তাঁদের। মামলার পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর।

Share it