নিউজ ওয়েভ ইন্ডিয়া: টানাপোড়েন শেষ। কোভিশিল্ডকে ছাড়পত্র দিল ব্রিটেন। ব্রিটেনের একটি সংশোধিত নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতীয় ভ্যাকসিন কোভিশিল্ড যথেষ্ট কার্যকরী। আর সেই কারণেই ভারত থেকে কোভিশিল্ড টিকাপ্রাপ্ত আগতদের তাদের দেশে পা রাখতে কোনও সমস্যা নেই।
ব্রিটেনের রাতারাতি এই ভোলবদলকে ভারতের বড়সড় কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বুধবার ব্রিটিশ সরকার তাদের পর্যটন নীতি এবং কোয়ারেন্টাইনের নিয়ম সংশোধন করে। তাতে জানানো হয়েছে, কোভিশিল্ডকেও মান্যতা দেওয়া হল ব্রিটেন সরকারের পক্ষ থেকে।
মঙ্গলবারই ভারতে তৈরি কোভিড ভ্যাকসিনকে মান্যতা না দেওয়া হলে ‘কড়া পদক্ষেপ’-এর হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্র। বলা হয়েছিল, ভারতও পাল্টা ব্রিটেন থেকে আগতদের কোয়ারেন্টাইনে রাখবে। আর এর পরেই মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড ভ্যাকসিন নীতি পরিবর্তন করে ব্রিটেন সরকার।
COVID19 | In its revised travel advisory, the UK government says Covishield qualifies as an approved vaccine pic.twitter.com/B5R52cDu6v
— ANI (@ANI) September 22, 2021
এতদিন ধরে ভারত নির্মিত ভ্যাকসিনকে মান্যতা দেয়নি ব্রিটেন। আর তা নিয়ে কূটনৈতিক মহল থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল ইংল্যান্ডকে। সম্প্রতি ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, আগামী অক্টোবর মাসের ৪ তারিখ থেকে ইউরোপ, আমেরিকা বা ব্রিটেনের টিকাকে ফুল ডোজ হিসেবে গ্রাহ্য করা হবে। ফুল ডোজ হিসেবে ধরা হবে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়ো এন টেক, মডার্না, জ্যানসেন ভ্যাকসিনকেও। ভারত বায়োটেকের কোভিশিল্ড ছাড়াও অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনকা ভ্যাক্সজেভরিয়া এবং মডার্না তাকিডাকেও এদিন ছাড়পত্র দিয়েছে ব্রিটিশ সরকার।