নেতাজি সুভাষচন্দ্র বোস (ফাইল ফোটো)
Share it

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি দিনটি পরাক্রম দিবস হিসেবে দেশবাসী পালন করবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সরকারের তরফে মঙ্গলবার এবিষয়ে একটি বিবৃতি জারি করা হয়।


এবিষয়ে মঙ্গলবার বিকেল ৩টেয় সাংবাদিক বৈঠক করবে কেন্দ্র। সেখানেই সরকারিভাবে নেতাজি জয়ন্তীকে দেশব্যাপী ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সাংবাদিক বৈঠকটি করবেন। রাজ্য দীর্ঘদিন ধরেই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছে। সেই ছুটি আবেদন মঞ্জুর না হলেও নেতাজির জন্মদিনটির বিশেষ গুরুত্ব অস্বীকার করছে না কেন্দ্র, তা বোঝাতেই এই ঘোষণা।


কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফে ২৩ জানুয়ারি দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালনের কথা ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফরওয়ার্ড ব্লকের তরফে কেন্দ্রের কাছে আগে থেকেই দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে পালনের দাবি ছিল। এদিন সেটি না হওয়ায় কিছু ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। এবিষয়ে ফের কেন্দ্রের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে দলীয় নেতৃত্ব। সূত্র মারফৎ খবর, আগামী ২৩ জানুয়ারি কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা থেকেই তিনি এই বিশেষ দিনটি পালন করবেন।
কেন্দ্রের গ্যাজেট নোটিফিকেশন
নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস ঘোষণায় কিছুটা মনক্ষুন্ন হলেও খুশি তাঁর প্রপ্রৌত্র চন্দ্র বসু। তিনি বলেছেন দেশপ্রেম দিবস হিসেবে এই দিনটি পালিত হলেই বেশি ভালো হত। তবে কেন্দ্রের এই ঘোষণায় তিনি খুশি।


নেতাজি জন্মজয়ন্তীকে যদি ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা করা হত, তাহলে আরও যুক্তিযুক্ত হত। তবে, আমরা এই ঘোষণায় খুশি, ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে কেন্দ্রের ঘোষণা প্রসঙ্গে বললেন নেতাজির প্রপৌত্র তথা BJP নেতা চন্দ্র বসু।

প্রসঙ্গত, ইতিমধ্যেই নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী পালনের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ৮৫ জনের বিশাল কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে যেমন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এ আর রেহমানের মতো বিশিষ্ট ব্যক্তিরাও। তেমনই রাজ্য সরকারের তরফেও গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। সেই কমিটিতে আছেন, নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ-সহ প্রমুখ।

Share it