নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

আসন্ন বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। একুশের নির্বাচনে নন্দীগ্রাম থেকে নিজে ভোটে লড়ার কথা ঘোষণা দিলেন দলনেত্রী। নন্দীগ্রামের তেখালির বিশাল জনসভা থেকে মমতা বলেন, “নন্দীগ্রাম আমার সবথেকে লাকি জায়গা। নন্দীগ্রাম থেকে ২০২১-এ তৃণমূল জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল তৃণমূলের জেতার পালা। কারও নাম এখনই বলছি না। পরে বলব। ভালো মানুষ দেব, যিনি সত্যিকারের আপনাদের পাশে থেকে কাজ করবেন।” এরপরেই মমতা বলেন, “আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? এই ভাবছিলাম। কথার কথা। একটু বললাম। একটু ইচ্ছে হল। একটু আমার মনের জায়গায়। সুব্রত বক্সিকে আমার নাম মনে রাখতে বলব।”


দলনেত্রী একইসঙ্গে বলেন, “আমি বেশি সময় দিতে পারব না। আমাকে ২৯৪ আসনই দেখতে হবে। আপনাদের দায়িত্ব নিতে হবে। তবে আমি সব কাজ করে দেব। তবে ভবানীপুরকেও অবহেলা করব না। ওটাও আমার ভালবাসার জায়গা। ওখানেও ভালো প্রার্থী দেব। ভবানীপুর আমার বড় বোন, নন্দীগ্রাম আমার মেজ বোন। পারলে দুটি কেন্দ্র থেকেই দাঁড়াব। কারণ, নন্দীগ্রামে থেকেই আন্দোলন করব। নন্দীগ্রামে আমি দাঁড়াবই। আমার বিবেক একথা বলেছে। পারলে দুটি কেন্দ্র থেকেই দাঁড়াব।”

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) BJP-তে যোগদানের পর এই প্রথমবার নন্দীগ্রামে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম সভাতেই রীতিমতো জনপ্লাবনে ভেসে যায় সভাস্থল তেখালি। গোটা ভাষণে কোথাও অধিকারী পরিবারের নাম মুখে আনেননি দলনেত্রী। কিন্তু, তাঁর বক্তব্যের ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন কাদের বিরুদ্ধে কী বলতে চাইছেন তিনি। শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁর তোপ, “কারও কাছে জ্ঞান নেব না যে নন্দীগ্রাম আন্দোলন কারা করেছে আর কে করেছে।”

তৃণমূল কংগ্রেসের অস্থি, মজ্জায় আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম ধাত্রীভূমি নন্দীগ্রাম। আজ নন্দীগ্রামের তেখালিতে জননেত্রী…

Posted by All India Trinamool Congress on Monday, January 18, 2021

বক্তব্যের শুরুতেই বলেন, “রাজনীতিতে একদল ভোগী। একদল ত্যাগী। যারা ত্যাগ করতে জানে, তারা মায়ের কোল, আম্মার কোল ছাড়ে না। হাজার মার মারলেও তারা প্রতিবাদ করবে।” তারপরেই তাঁর বক্তব্য, “আর এক দল আছে। যারা লোভী। যাদের প্রচুর সম্পত্তি। প্রচুর টাকা। সেই টাকাও আছে ঢাকা। সেই টাকা যাতে বাইরে বেরিয়ে না পড়ে, সে জন্যই সব কারবার। বিজেপির নেতারা বলছেন, হয় জেলে, নয় ঘরে। আমার অনেক শুভেচ্ছা থাকবে, অভিনন্দন থাকবে, তোমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হও, বাংলাকে বিক্রি করতে দিও না। আমি বেঁচে থাকতে BJP-কে বাংলা বিক্রি করতে দেব না।”

Share it