টিম ইন্ডিয়ার ঐতিহাসিক সিরিজ জয়
Share it

ব্রিসবেনে বিজয়গাথা লিখে দিলেন রাহানে, সিরাজরা। সেইসঙ্গে ঐতিহাসিক সিরিজ জয়ও করে ফেলল টিম ইন্ডিয়া। মঙ্গলবার ৩ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নেয় রাহানের ভারত। ব্রিসবেনে অজিদের পয়া মাঠে এভাবে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা দেশ।


প্রথমবার গাব্বার মাঠে জিতল ভারত। অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য ৩ উইকেট বাকি থাকতেই টপকে যায় ভারত। এই জয়ের ফলে বর্ডার-গাওস্কর ট্রফি রইল ভারতেরই দখলে। বিরাট কোহালির নেতৃত্বে গতবার সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত। এবার তাঁকে ছাড়া রাহানেদের এই জয় আরও বড় স্মরণীয় কীর্তি হয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। সব থেকে বড় কথা, চোটআঘাতের কারণে এবার গাব্বায় টিমই সেট করতে পারছিল না টিম ম্যানেজমেন্ট।


চতুর্থ ইনিংসে ব্রিসবেনের গাব্বার মাঠে ৩২৮ রান তাড়া করে জেতা যায় এই স্বপ্ন দেখাতে শুরু করে শুভমন গিল। দুর্ভাগ্য প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পাওয়ার আগেই স্বপ্নভঙ্গ হয়। ৯১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। রাহানের ২৪ বলে ২২ রানের ইনিংস সংক্ষিপ্ত হলেও জয়ের জন্য যথেষ্ট কার্যকরী ছিল।


পুজারা, রাহানে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। এদিনও অল্প রানে আউট হলে চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল। ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন ঋষভ পন্থ। তাঁকে যোগ্য সহায়তা করেন সুন্দর। বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপকে মোকাবিলা করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন পন্থরা।


এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে এল ভারত। বিরাটবিহীন বিরাট জয়ের অনুভূতি এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দেশবাসী। প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে রাজনীতিবিদ এই জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share it