নিউজ ওয়েভ ইন্ডিয়া: আনিস খানের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তে কলকাতা হাই কোর্ট সম্মতি দিতেই কবরস্থান ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী।
আদালতের নির্দেশের আগেই আনিসের কবরে পুলিশি নিরাপত্তা চেয়েছিল ছাত্রনেতার পরিবার। কিন্তু, সেই সময় পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। ঘটনাপ্রবাহ বলছে, আদালতের নির্দেশের পর পুলিশ দ্রুত ‘সক্রিয়’ হয়েছে। যদিও পুলিশের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আনিস খান হত্যাকাণ্ডে বৃহস্পতিবার SIT-এর উপরেই আস্থা রাখে কলকাতা হাই কোর্ট। জেলা জজের তত্ত্বাবধানে নিহত ছাত্রনেতার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত। বলা হয়, আগামী ২ সপ্তাহের মধ্যে হাই কোর্টে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে SIT কে।