নিউজ ওয়েভ ইন্ডিয়া: SIT-এর তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল আনিস তদন্তে বাধা দিচ্ছে। তা সত্ত্বেও ১৫ দিনের মধ্যে আসল সত্য সামনে আনতে বদ্ধপরিকর রাজ্য পুলিশ।
বুধবার আনিস কাণ্ডে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেইসঙ্গে ডিজি বলেন, “আনিসের দেহ আবার ময়নাতদন্ত করতে চায় পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে।”
তাঁর অভিযোগ, “কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে, বললেন ডিজি। ১৫ দিনের মধ্যে আনিস খানের রহস্যমৃত্যুর সত্য সামনে আনার আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের DGP মনোজ মালব্য। তিনি বলেন, “আমাদের দক্ষ IPS অফিসার মিরাজ খালিদ মঙ্গলবার সারাদিন ঘটনাস্থলে ছিলেন। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, সেই কাজে বাধা দেওয়া হচ্ছে। আমরা আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে এই ঘটনার সমস্ত সত্য তথ্য সকলের সামনে নিয়ে আসব।”