বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন চন্দনা বাউরি! তাও আবার নিজের গাড়ির চালকের সঙ্গে! বাঁকুড়ার শালতোড়ার BJP বিধায়কের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। চন্দনা ও তাঁর স্বামী বিষয়টি নিয়ে থানাতেও যান। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন BJP বিধায়ক।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে BJP বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। চন্দনার পরিবারে এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। গঙ্গাজলঘাটির কেলাই গ্রামের বাসিন্দা চন্দনার পরিবারে স্বামী শ্রাবণ বাউরি ছাড়াও রয়েছে তিন শিশু সন্তান।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বিধায়ককে গঙ্গাজলঘাটি থানায় যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও সন্তানরা। বিতর্ক চরমে পৌঁছলে ফেসবুকে ভিডিও বার্তা দিতে বাধ্য হন BJP বিধায়ক। ফেসবুকে ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমার বিষয়ে যে সব খবর রটানো হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার। বিরোধী দলের তরফে কুৎসা রটানো হচ্ছে। আমার পারিবারিক সমস্যা আমি থানায় মিটিয়ে এসেছি।”
তবে বাঁকুড়া BJP নেতৃত্বের একাংশের বক্তব্য, কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে চন্দনার বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলেও থাকতে পারে। কিন্তু আনুষ্ঠানিকভাবে তা জানাতে রাজি নন কেউই। তবে জেলা বিজেপি-র একাংশের দাবি, কৃষ্ণ শুধু গাড়ির চালকই নন, শালতোড়া বিধানসভার দলীয় কো-কনভেনরও।