রাখে হরি মারে কে। বহুল প্রচলিত এই প্রবাদটা যে মিথ্যে নয়, তা আরও একবার প্রমাণিত হল মধ্যপ্রদেশে। ইন্দোর স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক মহিলা যাত্রী। কিন্তু, পা হড়কে একরকম ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন তিনি। অবিশ্বাস্য দক্ষতায় কাছেই দাঁড়ানো এক সহযাত্রী তাঁকে ধরে ফেলেন।
#WATCH | Madhya Pradesh: Fellow passengers saved the life of a woman in Indore who was trying to board a moving train, yesterday.
(Video source: Railway Protection Force, Indore) pic.twitter.com/0HgbYLrnwq
— ANI (@ANI) August 19, 2021
সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ছুটে আসেন স্টেশনের অন্য সহযাত্রীরাও। ছুটে আসেন রেল পুলিশ। সকলে মিলে ট্রেনের প্রায় তলায় চলে যাওয়া ওই মহিলাকে হিঁচড়ে টেনে তোলেন প্ল্যাটফর্মে। পুরো ঘটনাটি ধরা পড়েছে স্টেশনের CCTV ক্যামেরায়।