নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক টুইট করে তোপ দেগেছেন বিজেপি নেতা তথাগত রায়। রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যার ফলে প্রবল অস্বস্তিতে পড়তে হচ্ছিল পদ্ম শিবিরকে। এরই মধ্যে শনিবার সকালে আরও একবার টুইট-বোমা ফাটালেন বর্ষীয়ান বিজেপি নেতা। পশ্চিমবঙ্গ বিজেপিকে বিদায় জানিয়ে টুইট করেছেন তিনি।
কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য
আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।
আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !— Tathagata Roy (@tathagata2) November 20, 2021
এদিন সকালে পরপর তিনটি টুইট করেন তথাগত রায়। তবে শেষ লাইনটিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বর্ষীয়ান বিজেপি নেতা লেখেন, “আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!” প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি ছাড়ছেন? নাকি টুইট বন্ধ রেখে দলেই থেকে যাবেন তিনি? এ ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি তথাগত রায়।
শুক্রবারও বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তের প্রশংসা করেন বর্ষীয়ান বিজেপি নেতা। তথাগত বাবুর শনিবারের টুইট বার্তাকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
তথাগত বাবুকে কটাক্ষ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, “উনি থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, তা আমার জানা নেই।”