নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে আসন্ন দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়বেন অগ্নিমিত্রা পাল। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রার্থী কেয়া ঘোষ। বর্তমানে অগ্নিমিত্রা আসানসোল দক্ষিণের বিধায়ক। এ বার সাংসদ হওয়ার লক্ষ্যে নির্বাচনে লড়বেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য এবার দুটি উপনির্বাচনেই মহিলা প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির।
কেয়া ঘোষ বিজেপি-র মহিলা মোর্চার কমিটির সদস্য ও রাজ্য বিজেপি-র মুখপাত্র। পরিচিত মুখ। চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন তিনি। কিন্তু, বাবুলের বিরুদ্ধে কেয়া কতটা বেগ দেন সেটাই দেখার। প্রার্থী হওয়ার পরই একটি সংবাদ মাধ্যমকে কেয়া বলেন, “নির্বাচনে লড়ার কথা কখনও ভাবিনি। দল নিশ্চয়ই যোগ্য মনে করেছে, তাই আমাকে প্রার্থী করেছে।” তবে প্রার্থী হয়েই হেভিওয়েট প্রতিপক্ষ বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, “তৃণমূল প্রার্থীকে আমি প্রতিপক্ষ মনে করি না। তিনি তো পোশাক পরিবর্তনের মতো দল পরিবর্তন করেন। মানুষ কখনই তাঁর ওপর ভরসা করবে না। জয়ের বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত।”