নিউজ ওয়েভ ইন্ডিয়া: দোলের আগে বাংলাদেশে ISKCON মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠল উঠল। বৃহস্পতিবার রাতে ঢাকার ওয়ারির ২২২, লাল মোহন সাহা স্ট্রিটে অবস্থিত ISKCON-এর মন্দিরে কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI।
ISKCON Radhakanta temple in Bangladesh's Dhaka vandalised yesterday. More details awaited.
— ANI (@ANI) March 18, 2022
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন Iskcon India-র ভাইস প্রেসিডেন্ট Radharaman Das। তিনি একটি টুইটে লেখেন, “হোলি এবং দোলের সময় এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা অবাক হচ্ছি United Nations হাজার হাজার সংখ্যালঘু বাংলাদেশি এবং পাকিস্তানিদের দুঃখে কষ্টে নীরব।”
The Voice of Bangladeshi Hindus-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একটি টুইটও সংগঠনের তরফে করা হয়েছে। প্রকাশ করা হয়েছে ছবি ও ভিডিও।
এই প্রসঙ্গে বাংলাদেশের প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১৫০ জন মন্দিরে লুঠপাট চালায় বলে অভিযোগ। গত বছর ঢাকার কুমিল্লায় একটি দুর্গাপুজোর প্যান্ডেলে কোরান অবমাননাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশ। সূত্রে জানা গিয়েছিল, ঘটনায় নিহত হয়েছিলেন তিনজন। এবার দোলের আগের দিন ISKCON মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনায় নতুন করে উত্তাল বাংলাদেশ।