তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক কাজি আব্দুর রহিম। শনিবার তৃণমূলের সদর দপ্তরে ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক দলে যোগ দেন কাজি আব্দুর রহিম। বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।
তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, “BJP-র বিরুদ্ধে লড়াই করতে একমাত্র দিদিই মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। তাই তাঁর হাত শক্ত করতে আমি তৃণমূলে যোগ দিলাম।”
এনিয়ে বরিষ্ঠ কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, কংগ্রেস ও CPI(M) বিধায়করা যত শাসকদল তৃণমূলে নাম লেখাচ্ছেন ততই রাজ্যে “দুর্বল হয়ে পড়ছে ধর্মনিরপেক্ষ গোষ্ঠী”।
২০১৬ সালের নির্বাচনে কংগ্রেস জিতেছিল ৪৪টি আসন। তার মধ্যে ১৮ জনই ইতিমধ্যে নাম লিখিয়েছেন তৃণমূল শিবিরে।