Share it

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক কাজি আব্দুর রহিম। শনিবার তৃণমূলের সদর দপ্তরে ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে শাসক দলে যোগ দেন কাজি আব্দুর রহিম। বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।

তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, “BJP-র বিরুদ্ধে লড়াই করতে একমাত্র দিদিই মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। তাই তাঁর হাত শক্ত করতে আমি তৃণমূলে যোগ দিলাম।”

এনিয়ে বরিষ্ঠ কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, কংগ্রেস ও CPI(M) বিধায়করা যত শাসকদল তৃণমূলে নাম লেখাচ্ছেন ততই রাজ্যে “দুর্বল হয়ে পড়ছে ধর্মনিরপেক্ষ গোষ্ঠী”।

২০১৬ সালের নির্বাচনে কংগ্রেস জিতেছিল ৪৪টি আসন। তার মধ্যে ১৮ জনই ইতিমধ্যে নাম লিখিয়েছেন তৃণমূল শিবিরে।

Share it