মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
Share it

হাওয়া বইছিল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের দিকেই। প্রত্যাশা মতো হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী। আগামী চার বছরের জন্য আমেরিকা শাসন করবেন জো বাইডেন।


মোট ৫৩৮টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ টপকে জো বাইডেন পেলেন ২৭৩টি ইলেক্টোরাল কলেজ ভোট। আর ট্রাম্পের সংগ্রহে রইল ২১৪টি আসন। তবে এই নির্বাচনী ফলাফলে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি।

এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একেবারে শেষ পর্যায়ে পেনসিলভানিয়া ও জর্জিয়ার ইলেক্টোরাল ভোট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হন জো বাইডেন।

এর আগে জর্জিয়া ও মিশিগানের ভোট গণনা নিয়ে মামলা দায়ের করেছিল ট্রাম্পের প্রচার শিবির। কিন্তু, আদালতে খারিজ হয়ে যায় সেই মামলা। জর্জিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুনরায় ভোট গণনায় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ফলও বাইডেনের পক্ষেই যায়।

তবে এবারে মার্কিন নির্বাচনে ভোট গণনা বিভিন্ন রকম আইনি জটিলতার কারণে ফল প্রকাশে দেরি হল। বারে বারে ভোটে কারচুপির অভিযোগ তোলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। শেষ পর্যন্ত অবশ্য তাঁর কোনও অভিযোগই প্রমাণিত হয়নি।

Share it