Mamata Banerjee
Share it

“চুক্তি নিয়ে একটু ঝগড়াঝাটি হচ্ছে। কিন্তু, সব ঠিক হয়ে যাবে। আমি চাই ইস্টবেঙ্গল ISL খেলুক। মোহনবাগান, ইস্টবেঙ্গল শুধু নয়, মহমেডানও খেলুক।” সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অবশ্য ইস্টবেঙ্গল ও ইনভেস্টরের মধ্যে চুক্তিজট খোলার সম্ভাবনা দেখা দিয়েছে।


সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ মানুন অথবা না মানুন, ‘খেলা হবে’ সারা দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দিল্লিতেও খেলা হবে শোনা যাচ্ছে। খেলা ছাড়া তো জীবন চলে না। খেলার মধ্যে দিয়েই ঐক্য, সম্প্রীতি, সংহতি, সুস্বাস্থ্য, সভ্যতা সব কিছু গড়ে ওঠে। প্রতিটি খেলাই আমাদের প্রিয়।”

মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামের গরিব ক্লাবগুলিকে আমরা এক লক্ষ বল দেব। খেলাশ্রী প্রকল্পে সব ক্লাবগুলিকে সাহায্য করা হবে। প্রতিযোগিতা প্রতিযোগিতা, ভালবাসা, ভালবাসা। খেলাধুলার মধ্যে দিয়েই একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি চাই, মহামেডানও খেলুক। বাংলার ক্লাবগুলি ভাল ভূমিকা নিক।”

Share it