Tripura welcome Abhishek
Share it

জোড়া কর্মসূচি নিয়ে ত্রিপুরায় পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা হবে স্লোগানের মাধ্যমে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের নেতা-কর্মীরা। এদিন অভিষেকের সঙ্গে ত্রিপুরা গেছেন আইনমন্ত্রী মলয় ঘটক। আগরতলা পৌঁছেই সেখান থেকে সরাসরি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে রওনা দেন ‘তৃণমূলের যুবরাজ’।


এদিকে অভিষেকের সফরের আগেই উত্তপ্ত ত্রিপুরা। রাতের অন্ধকারে ছেঁড়া হল দলের পোস্টার, পতাকা, ব্যানার। এই ঘটনায় BJP-এর দিকে অভিযোগের তির তৃণমূলের। যদিও ত্রিপুরা BJP-এর তরফে এই ঘটনা অস্বীকার করা হয়েছে।

ত্রিপুরা পৌঁছে বেলা ১২টায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন অভিষেক। তার পর দুপুর সাড়ে ৩টে নাগাদ আগরতলার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করবেন তিনি। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি। IPAC-এর ২৩ জন সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে সোচ্চায় হয় তৃণমূল কংগ্রেস। তীব্র সমালোচনা করা হয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পুলিশ প্রশাসনের। IPAC-এর সদস্যদের মুক্তির জন্য তড়িঘড়ি আগরতলা যান ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও বলতে বাধ্য হন ‘অতিথি দেব ভবঃ’।

Share it