দেশে যে কোনও ক্ষেত্রে বড় বড় অ্যাচিভমেন্টেই তাঁর অভিনন্দন বার্তা থাকে। এবারেও তার ব্যতিক্রম হল না। তবে ইনি সুদর্শন পট্টনায়ক। একটু অন্যভাবে শিল্পকর্মের মাধ্যমে কৃতীকে অভিনন্দন জানাতে পছন্দ করেন তিনি। রবিবার ব্রোঞ্জ জয়ের জন্য ভারতীয় শাটলার পি ভি সিন্ধুকে অভিনন্দন বার্তা দিলেন বালু শিল্পে।
Congratulates @Pvsindhu1 ji for winning the #Bronze Medal in #Tokyo2020
You have made the whole country proud by your spectacular performance.
My SandArt at Puri Beach in Odisha #Cheer4India pic.twitter.com/KByUWdVkVt— Sudarsan Pattnaik (@sudarsansand) August 1, 2021
পুরীর সমুদ্রতটে বালির মাধ্যমে অলিম্পিক্সে প্রথম জোড়া পদকের অধিকারিণী মহিলা ক্রীড়াবিদের অপূর্ব প্রোফাইল ফুটিয়ে তুলেছেন শিল্পী সুদর্শন পট্টনায়ক। লিখেছেন, “গোটা দেশ আপনার অনবদ্য ক্রীড়াশৈলীতে গর্বিত। আপনার জয়ে উল্লসিত।”
পি ভি সিন্ধুর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ব্যাডমিন্টনে দেশকে ব্রোঞ্জ এনে দেন সাইনা নেহওয়াল। এরপর ২০১৬তে রিও অলিম্পিক্সে সিন্ধুর হাত ধরে রূপো পদক আসে। মোট ৬ জন ভারতীয় মহিলা ক্রীড়া এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জয় করেছেন।