মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদ মদন মিত্রের। রবিবার তাঁকে দেখা গেল রাস্তায় নেমে চা বিক্রি করতে। তবে এ যে সে চা নয়। এর আগেও একাধিকবার অভিনব কায়দায় পথে নেমে নজর কাড়তে দেখা গেছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে।
রবিবার যে চা বিক্রি করলেন মদন মিত্র, সে সাধারণ চা নয়। এক কাপ চায়ের দাম ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি। রবিবার কালো পাঞ্জাবী, কালো টুপি পর নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে ভবানীপুরের রাস্তায় চা বিক্রি করতে দেখা যায় তাঁকে।
তবে চায়ের দামের এমন বহর নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন মদন মিত্র। স্লোগান দিয়ে তিনি দাবি করেন, “এরকম চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন মোদিজি আমাদের খাওয়াচ্ছেন।”
মদন মিত্রর কথায়, ২০১৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি ছিল বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন। এরপর কেটে গেছে ২০১৯-এর লোকসভা নির্বাচনও। কিন্তু আদতে তিনি দেশবাসীকে সে টাকা দিতে পারেননি। কিন্তু এর আগে তিনি চা বিক্রেতা ছিলেন, একথা বলে নিজের একটা ভাবমূর্তি তৈরি করেছেন।
এই দুটি বিষয়কে মিলিয়ে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে রবিবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে চা বিক্রি করতে শহরের রাস্তায় নামেন মদন মিত্র। যেখানে এক কাপ চায়ের দাম ১৫ লাখ টাকা বলে মন্তব্য করেন তিনি।