নির্বাচন কমিশনকে পরিচালিত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বাঁকুড়ার ছাতনা থেকে এমনই তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার রঘুনাথপুরের পর বাঁকুড়ার ছাতনাতে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল নেত্রী।
Farmers have been protesting for 6 months now, however, the ministers are not holding talks with them. All the ministers are here, in Bengal, where they have booked hotels & conspiring to kill me, destroy TMC & how to file cases against TMC with the help of EC: WB CM in Bankura pic.twitter.com/bIvWtm9LHV
— ANI (@ANI) March 16, 2021
ছাতনার জনসভায় মমতার অভিযোগ, কলকাতায় বসে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কে চালাচ্ছেন? অমিত শাহ চালাচ্ছেন না তো? কেন কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন তিনি! মমতা বলেন, ‘হোম মিনিস্টার দেশ চালাবেন। তা না করে কলকাতায় বসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেফতার করা হবে। নিজেকে কী ভাবেন অমিত শাহ?
Will HM run the country or decide who will get arrested or beaten up, or will he decide which agency will chase whom? Who is running Election Commission ? I hope it's not you, Amit Shah. We want free & fair election. He's intervening in day to day working of EC: WB CM & TMC chief pic.twitter.com/xNtPtgR1yI
— ANI (@ANI) March 16, 2021
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, “বেছে বেছে রাজনৈতিক নেতা ও সরকারি অধিকারিকদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। দৈনন্দিন সরকারি কাজেও নাক গলাচ্ছে কেন্দ্রীয় নেতারা।” এরপর তিনি আরও বলেন, রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এদিন নোটিস পাঠানো হয়েছে।
#WATCH: West Bengal CM Mamata Banerjee recites 'Durga Path' during her public rally in Bankura.#WestBengalElections pic.twitter.com/8RmsCcdgqN
— ANI (@ANI) March 16, 2021
BJP-কে তোপ দেগে মমতা বলেন, “এই দলটা শুধু দাঙ্গা লাগায়, লুঠ করে, গুন্ডামি করে। ভোট এলে টাকার ভাণ্ডার নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। কাউকে ৫০০, কাউকে ১০০০ আবার কাউকে ৫০০০ টাকাও বিলি করা হচ্ছে। এটা আপনাদের টাকা, জনগণের টাকা। BJP টাকা দিয়ে ভোট কিনতে এলে ভোটবাক্স উল্টে দেবেন।”