বেঙ্গালুরু এফসিকে ০-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট ঝুলিতে পুরল এসসি ইস্টবেঙ্গল। খেলার ২০ মিনিটের মাথায় দলের একমাত্র জয়সূচক গোলটি করেন মাত্তি স্টেইনম্যান।
FULL-TIME | #BFCSCEB
𝐁𝐈𝐆 𝐁𝐈𝐆 উইন for @sc_eastbengal 👏#HeroISL #LetsFootball pic.twitter.com/iEUTWikMVs
— Indian Super League (@IndSuperLeague) January 9, 2021
ম্যাচে দুদলই বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। আগের ম্যাচগুলোর মতোই এদিনই দেবজিতের হাত ‘সেভজিৎ’ হয়ে ওঠে। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি ব্রাইট এনোবাখারে এদিনও দুরন্ত খেলেন। তাঁর দুটো দুর্দান্ত শট কোনও রকমে সেভ করেন বেঙ্গালুরুর গোলকিপার।