Share it

নতুন বছরেও জয়ের ধারা অব্যাহত রাখল ATK মোহনবাগান। নর্থ ইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারাল হাবাসের দল।


৫১ মিনিটের মাথায় রয় কৃষ্ণ গোলে এগিয়ে যায় ATK মোহনবাগান। ৫৮ মিনিটের মাথায় নর্থ ইস্ট ইউনাইটেডের বেঞ্জামিন লামবোটের আত্মঘাতী গোলে ব্যাবধান বাড়িয়ে নেন হাবাসের দল। শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড।

প্রথম থেকেই এদিন ম্যাচের দখল রেখেছিল সবুজ মেরুন ব্রিগেড। এদিনের জয়ের ফলে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকল এটিকে মোহনবাগান।

Share it