টানা ছটি ম্যাচ অপরাজিত থাকল এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থাকা লাল-হলুদ শিবিরের হার যখন একরকম নিশ্চিত বলেই ধরে নিয়েছিল দলের সমর্থকরা, তখন ইনজুরি টাইমের শেষ মিনিটে গোল করে এক পয়েন্ট ঘরে তুলল রবি ফাওলারের ছেলেরা।
ম্যাচের ৬৪ মিনিটে গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন মুরে। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে লাল-হলুদ জার্সি ধারীরা। একের পর এক মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে কেরাল ব্লাস্টার্সের ডিফেন্সে।
শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ৯৪ মিনিটের মাথায় স্কট নেভিলের গোলে মান বাঁচায় মাঘমারা।