Naorem Mahesh
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষে জয়; নওরেম মহেশের জোড়া গোলে এল লাল-হলুদের মরশুমের জয়। ম্যান অফ দ্যা ম্যাচও হয়েছেন মহেশ। মারিও রিভেরা কোচ হয়েও জয়ের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল।


এসসি ইস্টবেঙ্গলের প্রথম গোল এফসি গোয়ার ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ৯ মিনিটেই দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন মওরেম মহেশ সিং। এরপর ৩৭ মিনিটের মাথায় ওর্টিজের পাশ থেকে দারুন দক্ষতায় বল জালে জড়িয়ে দেন নগুয়েরা। কিন্তু ৪২ মিনিটের মাথায় ফের গোয়ার ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে অসাধারণ ভলিতে গোল করেন নওরেম মহেশ সিং।

এদিন এসসি ইস্টবেঙ্গলের হয়ে ISL-এ প্রথমবার কোচ হিসেবে অভিষেক ঘটল মারিও রিভেরার। তাঁর দুরন্ত চালেই বাজিমাত হল এফসি গোয়া। তবে দলের এই লড়াকু মনোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য পূর্ববর্তী অস্থায়ী কোচ রেনেডি সিংয়ের অবদান অনেকটাই। দলের প্রতি সমর্থন বজায় রাখার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মহম্মদ রফিক। নিজের জোড়া গোলে দলের জয় এসেছে বলে গর্বিত নাওরেম মহেশ সিং।

Share it