নিউজ ওয়েভ ইন্ডিয়া: বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ। ওড়িশা এফসি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামতে দল নামাতে পারেনি ATK Mohun Bagan শিবির। বাতিল অনুশীলন, সাংবাদিক বৈঠকও। এই পরিস্থিতিতে মাঠে নামার জন্য প্রস্তুতি শুরু করেছে দল। বৃহস্পতিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে জুয়ান ফেরান্দোর দল।
বুধবার ম্যাচের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে আসেন স্প্যানিশ হেড কোচ। তিনি বলেন, “গত কয়েকদিন সত্যিই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে গোটা দল। কিন্তু, আমি খুশি মঙ্গলবার থেকে ফের অনুশীলন শুরু করা সম্ভব হয়েছে। তাই আমি আর পিছন ফিরে তাকাতে চাই না। কেরালার বিরুদ্ধে ম্যাচ খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা।”
গত ১০টা ম্যাচে কেরালা ব্লাস্টার্স অপরজিত রয়েছে। এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে জেতার বিষয়ে কতটা আশাবাদী তাঁর দল জানতে চাওয়া হলে ফেরান্দো বলেন, “এটা সত্যিই যে ১১দিন ঘরের মধ্যে কাটানো অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু, এটা সব দলের ক্ষেত্রেই একইরকম কঠিন ব্যাপার। আমি খুশি অনুশীলন শুরু করতে পেরে। ছেলেরাও মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে।”
১০-১১ অনুশীলন না করতে পারার পাশাপাশি হুগো বুমৌসও নির্বাসনে। ফলে দল গঠন কতটা কঠিন এই ম্যাচে? জবাবে ফেরান্দো বলেন, “এটা কঠিন কিন্তু, একেবারেই আমি চিন্তিত নই। দলের সমস্ত খেলোয়াড়রাই পেশাদার। তারা নিজেদের কাজটা ভালো মতোই জানেন। তাই তারা সকলেই সুযোগ পেলে ভালো খেলবে।”