নিউজ ওয়েভ ইন্ডিয়া: ISL-এর প্রস্তুতিতে যে কোনও খামতি রাখতে চান না হেড কোচ ম্যানুয়েল ‘মানোলো’ ডিয়াজ়, তা ফের স্পষ্ট হল। অনুশীলনে ফুটবলারদের পরখ করে নিতে ফের প্রস্তুতি ম্যাচ খেলবে SC East Bengal। মঙ্গলবার দলের তরফে অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ায় একথা ঘোষণা করা হয়েছে।
We will take on reigning @ILeagueOfficial champions @GokulamKeralaFC in our third pre-season friendly at the Don Bosco Ground on Wednesday.
Time:⌛: 🕞3:30 P.M.#SCEBPreSeason #JoyEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/63fuWg42ss
— SC East Bengal (@sc_eastbengal) October 19, 2021
ভাস্কো, সালগাওকরের পর এবার I-League চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা FC-এর (GokulamKeralaFC) সঙ্গে প্রস্ততি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। বুধবার অর্থাৎ আগামীকালই বিকেলে হবে সেই ম্যাচ। সাড়ে তিনটেয় ডন বস্কো মাঠে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। জানানো হয়েছে, দলের তরফে।