নিউজ ওয়েভ ইন্ডিয়া: রবিবার Jamshedpur FC-র বিরুদ্ধে ISL-এর প্রথম ম্যাচ SC East Bengal-এর। এবার ISL-এ যুদ্ধকালীন তৎপরতায় দলগঠন করা হয়েছে। কোচের দায়িত্বে এ বার এসেছেন রিয়াল মাদ্রিদ জুনিয়র দলের প্রাক্তন স্প্যানিশ কোচ ম্যানুয়েল ডিয়াজ়। দলের বিদেশিরাও এবার নতুন। শুধু তাই নয়, ভারতেও প্রথমবার খেলবেন তাঁরা। তাই দীর্ঘ প্রায় ২ মাসের অনুশীলন শেষে রবিবার ISL অভিযান শুরুর আগে কতটা প্রস্তুত লাল-হলুদ শিবির, চলছে তারই কাটাছেঁড়া।
দলের শক্তি: ATK Mohun Bagan থেকে দলে এসেছেন গত বছর গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। সুতরাং গোলপোস্টের নীচে তাঁর বিশ্বস্ত হাত এবার ভরসা জোগাবে লাল-হলুদ শিবিরকে। তবে ডিয়াজ়ের দলের সব চেয়ে বড় শক্তি তাঁদের আক্রমণ ভাগ। ড্যানিয়েল চিমা ও আন্তোনিয়ো পেরোসেভিচ জু’টি যেকোনও মুহূর্তে বিপক্ষের রক্ষণকে ছিন্নভিন্ন করে দিতে পারে। গতিতেও হার মানাতে পারে যেকোনও দলের ডিফেন্ডারদের। অনুশীলন ম্যাচেও এই দুই বিদেশির বোঝাপড়া বেশ ভালো বলেই মনে হয়েছে। রক্ষণে টমিস্লাভ মর্সেলা-ফ্রাঞ্জো প্রস জুটিও বেশ নির্ভরযোগ্য।
দুর্বলতা: দলে অভিজ্ঞ ভারতীয় ফুটবলারের অভাব। মহম্মদ রফিক, রাজু গায়কোয়াড়, জ্যাকিচন্দ সিংহ, অমরজিৎ কিয়ামেরা দলে থাকলেও রাইট ব্যাকে অঙ্কিত মুখোপাধ্যায় চোট পেলে বা কার্ড সমস্যায় খেলতে না পারলে পরিবর্ত কে হবেন, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
তুরুপের তাস: কোচ ম্যানুয়েল ডিয়াজ়ও শনিবার সাংবাদিক বৈঠকে স্বীকার করে নিয়েছেন ড্যানিয়েল চিমার প্রতি তাঁর যথেষ্ট আস্থা রয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার সোলসারের একদা ছাত্র ড্যানিয়েল চিমাকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন লাল-হলুদ সমর্থকেরাও। নাইজিরিয়ার এই বিধ্বংসী স্ট্রাইকারের দু’পায়ে গোলার মতো শট আছে। বিপক্ষকে কাটিয়ে যেতে পারেন। গোল করতে ও করাতে ভালবাসেন। দলকে নেতৃত্ব দিয়ে খেলান।