চলতি মরশুমে রবিবার প্রথম Hero ISL-এ খেলতে নামছে SC East Bengal। গোয়ায় তিলক ময়দান স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ দল Jamshedpur FC। তার আগে দলের সমর্থকদের বার্তা দিলেন লাল-হলুদ শিবিরের হেড কোচ যোশ ম্যানুয়েল ডিয়াজ়। প্রথম ম্যাচেই ঝুলতে তিন পয়েন্ট তুলতে মুখিয়ে রয়েছে লাল-হলুদ টিম। তার জন্য ময়দানে তাঁর দলের ছেলেরা প্রতিপক্ষকে যে এতটুকু জমি ছাড়বে না তা আগেভাগেই জানিয়ে দিলেন হেড কোচ।
দলের মিডিয়া টিমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আত্মবিশ্বাস অর্জনের জন্য প্রথম ম্যাচ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
দ্বিতীয় ম্যাচে ATK Mohun Bagan-এর মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। তাই ডার্বি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনই আমরা ডার্বি নিয়ে ভাবছি না। তবে প্রথম ম্যাচ নিয়ে আমরা অনেকটাই আশাবাদী।”
তাহলে প্রথম ম্যাচের প্রতিপক্ষ দল নিয়ে কী ভাবছেন হেড কোচ ? উত্তরে তিনি বলেন, “জামশেদপুর এফসি-র স্কোয়াডে খুব একটা পরিবর্তন আনা হয়নি। তবে আমাদের টিমটা একেবারে নতুন। তাই আমরা জানি আমাদের কী করতে হবে আমরা আমাদের সেরাটা দেব।”