SCEB vs GKFC
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: I League চ্যাম্পিয়ন গোকুলাম এফসির বিরুদ্ধে মাঠে ফুল ফোটালেন পেরিসেভিচ, আংগাওসানারা। ভালো খেলেছেন আমির ডার্বিসেভিচ, বিকাশ জাইরুও। বলবন্তের পরিবর্তে নেমে ড্যানিয়েল চিমাও বোঝালেন তিনি গোলের জন্য হিংস্র হায়না। সব মিলিয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সহজ জয়চ পেল লাল-হলুদ শিবির।

প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় বিকাশ জাইরুর কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন বলবন্ত সিং। এর কিছু পরেই প্রথমার্ধের ইনজুরি টাইমে আংগাওসানা অ্যান্তনিও পেরিসেভিচের পাস থেকে চমৎকার গোল করে দলকে ফের এগিয়ে দেন। ৭১ মিনিটের মাথায় গোকুলাম একটি গোল শোধ করে দেয়।

Share it