Rahul Paswan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আক্রমণভাগ শক্তিশালী করতে মরিয়া SC East bengal। দলের প্রধান বিদেশি স্ট্রাইকার পেরোসেভিচ নির্বাসনে। চিমা চুকুউ ট্রান্সফার নিয়ে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন। শুভ ঘোষ স্কোয়াডে এলেও অনেকদিন খেলার মধ্যে নেই তিনি। এই পরিস্থিতিতে দলে নেওয়া হল এক ভারতীয় স্ট্রাইকারকে।


২০২১-২২ মরসুমে কলকাতা লিগে টপ স্কোয়ার ছিলেন রাহুল পাসোয়ান। BSS Sporing Club-এর হয়ে লিগে সবচেয়ে বেশ গোল করেছিলেন তিনি। সেই রাহুল পাসোয়ান এবার যোগ দিচ্ছেন লাল-হলুদে। মঙ্গলবার সন্ধ্যায় BSS Sporting Club-এর তরফে টুইট করে এখবর জানানো হয়েছে। SC East bengal-এর মতো দেশের অন্যতম বড় ক্লাবে খেলার জন্য শুভেচ্ছাও জানিয়েছে দল।

Share it