Renedy Singh on a Press Meet
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শুক্রবার শক্তিশালী ও চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামছে SC East Bengal। লিগে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ড্র করেছে লাল-হলুদ ব্রিগেড। হেরেছে চারটি ম্যাচ। জয়ের স্বপ্ন এখনও অধরাই। এই পরিস্থিতিতে ইগর অ্যাঙ্গুলোদের আটকাতে কী পরিকল্পনা করছেন অস্থায়ী কোচ রেনেডি সিং, তাই জানালেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে।

শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে দলের ডিফেন্স নিয়ে কী ভাবনা রয়েছে জানাতে চাওয়া হলে রেনেডি বলেন, “আমাদের রক্ষণ আগের ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে। মার্সেলা দুর্ভাগ্যজনক চোট পেয়ে বাইরে বেরিয়ে না গেলে আরও ভালো খেলতাম আমরা। আগামী ম্যাচগুলোতে আমরা আরও দায়িত্ব নিয়ে খেলতে পারলে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারলে মুম্বইকে হারানো বা রুখে দেওয়া সম্ভব।”

দলে চোট আঘাতের সমস্যা রয়েছে। এই আক্ষেপ করলেও যা দল আছে তাই নিয়েই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড। একথা জানিয়ে রেনেডি বলেন, “দায়িত্ব নিয়েই আমি টিম হিসেবে খেলার ওপর বিশেষ নজর দিয়েছি। দলে চোট-আঘাতের সমস্যা আছে। তার ওপরে পেরোসেভিচ শাস্তি পেয়ে স্কোয়াডের বাইরে। মাত্র এক বা দুজন বিদেশি নিয়ে শক্তিশালী টিমগুলোকে রুখে দেওয়া যথেষ্ট গর্বের।”

Share it