নিউজ ওয়েভ ইন্ডিয়া: “খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে আমাদের প্রিয় ক্লাব। এই সময় আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে আর কঠিন পরিশ্রম করতে হবে।” SC East Bengal-এর প্রথম দিনের অনুশীলন শেষে সমর্থকদের উদ্দেশে এই বার্তা দিলেন নতুন স্প্যানিশ হেড কোচ মারিও রিভেরা।
তিনি বলেন, “দলে ভালো ভালো ফুটবলার রয়েছে। কিন্তু, টিম হিসেবে দাঁড়াতে পারছে না। আমার কাজ হবে টিম হিসেবে গড়ে তুলে জয়ের জন্য ঝাঁপানো। সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই আমরা।”
🗣It is a very tough time for us, but we are ready to fight. Keep supporting us!
We caught up with Mario Rivera after his first training session this afternoon.#FCGSCEB #JoyEastBengal #WeAreSCEB pic.twitter.com/4nOc7ErENP
— SC East Bengal (@sc_eastbengal) January 17, 2022
“কোয়ারেন্টাইনে থেকেই ঘরের মধ্যে অনুশীলন চালাতে হয়েছে প্রতিটি ফুটবলারকে। এটা সত্যিই কঠিন কাজ। কিন্তু, আমাদের এই বাধা অতিক্রম করে প্রথম জয় ছিনিয়ে আনতেই হবে। এর আগেও চাপের মধ্যে থেকে ভালো ফল করেছি আমরা। এবারেও করব। ইস্টবেঙ্গলে ফিরে আসতে পেরে আমি খুব খুশি।” বললেন রিভেরা।