Derby win
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডার্বি জেতার পরের দিন অনেকটাই হালকা মেজাজে কাটালেন রয় কৃষ্ণ, জনি কাউকোরা। সকালে হোটেলের পুল সেশনে সময় কাটিয়েছেন সবুজ মেরুন ফুটবলাররা। প্রায় দু’ঘণ্টা সেখানে চলে রিকভারি সেশন। অন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে সেখানে চলে পুল সেশন। রবিবার বিকেলটা পুরো টিমকে বিশ্রাম দিয়েছিলেন স্প্যানিশ কোচ। বুধবার মুম্বই সিটি এফসি বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে মনবীর সিং, লিস্টন কোলাসোরা।

মনবীর সিং
“ডার্বিতে ফের গোল করেছি। খুবই ভালো লাগছে। ডার্বিতে গোল করার আনন্দ সবসময়ই আলাদা। কিন্তু, তার থেকেও বড় কথা হল দল জিতেছে এবং আমরা তিন পয়েন্ট পেয়েছি। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”

লিস্টন কোলাসো
“সবুজ মেরুন জার্সিতে ডার্বি খেলার সুযোগ পেয়েছি এবং গোল করেছি। অনেকে জানতে চাইছেন পরপর দুই ম্যাচে করা দুটো গোলের মধ্যে কোনটি সেরা। আমার মতে, দুটোই। কেরালার বিরুদ্ধে গোলটা ছিল এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোল। আর ডার্বিতে গোল করার ছোটবেলার স্বপ্ন আমার পূরণ হয়েছে। এই গোলটা আমি সবুজ মেরুন সমর্থকদের উৎসর্গ করছি। এখন আমাদের লক্ষ্য মুম্বই ম্যাচ। সেই ম্যাচেও সেরাটা দিতে হবে এবং আমাকে গোল করতে হবে।”

Share it