নিউজ ওয়েভ ইন্ডিয়া: 2021-22 মরসুমে AFC ও AIFF জাতীয় ক্লাব লাইসেন্সের অধিকারী হল ATK Mohun Bagan। শনিবার সোশ্যাল মিডিয়ায় দলের তরফে একথা জানানো হয়েছে।
We are good to go!
ATK Mohun Bagan FC have acquired the AFC and AIFF National Club Licences for the 2021-22 season 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/eHZcEkTpWP
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) October 23, 2021
এদিকে আসন্ন ISL মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে অ্যান্তনিও লোপেজ হাবাসের দল। বৃহস্পতিবার থেকে পুরোদমে শুরু হয়ে প্র্যাকটিস। তবে এই দলে এখনও যোগ দেননি দলের অন্যতম প্রধান স্ট্রাইকার হুগো বুমাস (Hugo Boumous)। বিতর্ক ছড়িয়ে পড়েছিল যে তিনি দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ডিলিট করে দিয়েছেন নিজের সমস্ত ছবিও। কিন্তু, রাতে বুমাস নিজে জানিয়ে দেন, তাঁর গাড়ি, ফোন, ওয়ালেট, পাসপোর্ট সমস্ত চুরি হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। নতুন পাসপোর্ট আসলেই তিনি ভারতের উদ্দেশে রওনা দেবেন।