নিউজ ওয়েভ ইন্ডিয়া: আদৌ কি বিদায়ী কোচ রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন রাহুল দ্রাবিড়? এবিষয়ে BCCI কে এখনও কোনও নিশ্চয়তা দেননি রাহুল দ্রাবিড়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন স্বয়ং BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
Rahul Dravid hasn't yet accepted offer to become India coach, has asked for some time: Sourav Gangulyhttps://t.co/Xd1Wti3kqL
— Times Now Sports (@timesnowsports) October 23, 2021
বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA)-এর প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। সম্প্রতি তাঁকে শুধুমাত্র শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় সিনিয়র দলের হেড কোচের দায়িত্ব নিতে দেখা গিয়েছিল। দলের সঙ্গে পূর্ণ সময়ের জন্য যুক্ত থাকলে তাঁকে সারা পৃথিবী ঘুরতে হবে, এই কারণ দেখিয়ে তিনি জাতীয় সিনিয়র দলের দায়িত্ব নিতে গররাজি ছিলেন।
কিন্তু IPL ফাইনালের রাতে রাহুল দ্রাবিড় কোচ হতে রাজি হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হয়। কিন্তু T20 বিশ্বকাপ শুরুর আগে BCCI প্রেসিডেন্ট জানিয়ে দেন, ‘এখনও দ্রাবিড়ের কাছ থেকে কোনও সম্মতি আসেনি। তিনি কিছুদিন সময় চেয়ে নিয়েছেন।’