দেশজুড়ে করোনা আবহেই আজ থেকে শুরু হচ্ছে IPL-14 মেগা আসর। গোটা দেশেই চোখ রাঙাচ্ছে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ। তারমধ্যেই প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।
Focused & ready to go.#playbold @RCBTweets pic.twitter.com/HeIRkiQ3P5
— Virat Kohli (@imVkohli) April 8, 2021
সংযুক্ত আরব আমিরশাহীতে গত IPL-এ রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মোট পাঁচ বার মুম্বই ইন্ডিয়ান্স ট্রফি জিতেছে হিটম্যানের নেতৃত্বে। বিরাটের অধিনায়কত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এক বারও জেতেনি। কোহালির সঙ্গে গত দশ বারের সাক্ষাতে আট বার জিতেছেন রোহিত। সুতরাং সম্মুখ সমরেও অনেকটাই এগিয়ে রয়েছেন হিটম্যান।
Hello Paltan! We’re getting closer to the opening match of #VIVOIPL, where we will face one of the best teams in RCB.
Jeet ke liye kaun sa mantra try karoon? Share your thoughts using #RohitMantra.
Mark your calendars – April 9, 7:30 PM ko #SabKuchRoKo!
— Rohit Sharma (@ImRo45) April 6, 2021
তবে এসব শুধু তথ্যের পরিসংখ্যান। এই তথ্যের কচকচানি দিয়ে কখনই বাইশ গজের যুদ্ধ হয় না। উদ্বোধনী ম্যাচের শুরু থেকেই বাইশ গজে প্রবল ঝড় ওঠার সম্ভাবনা আজ। শুধু দুই ক্যাপ্টেন বলেই নয়, এক দিকে ওপেনার বিরাট তো অন্য দিকে ওপেনার রোহিত। এক কথায়, এবারের IPL-এ অন্যরকম দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
Your love makes us what we are, Paltan! 💙
As we head into a new season, let's come together because Mumbai Indians hai 'Har Indian Ki Family' 😍#OneFamily #MumbaiIndians #MI #IPL2021 pic.twitter.com/fvZ0V7efn1
— Mumbai Indians (@mipaltan) April 8, 2021
গত IPL-এ রানের বন্যা ছোটানো RCB-এর দেবদূত পাডিক্কল এবার করোনা আক্রান্ত হওয়ায় প্রথম ম্যাচে অনিশ্চিত। তাঁর জায়গায় খেলতে পারেন রজত পতিদার। মুম্বইয়ের হয়ে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন ইশান কিষাণ অথবা ক্রিস লিন। মিলড অর্ডার এবার যথেষ্ট শক্তিশালী RCB-এর। AB ডেভিলিয়ার্স ছাড়াই আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তৈরি আছে MI-ও। মিডল অর্ডারে অলরাউন্ডার কায়রন পোলার্ড ছাড়াও আছেন সাইক্লোন হার্দিক পান্ডিয়া।
Time to don that Red and Gold and cheer loud. We start our #IPL2021 journey with a cracker of a contest! 🤩
ARE YOU READY, 12th Man Army? 🤜🏻🤛🏻#PlayBold #WeAreChallengers #MIvRCB #DareToDream pic.twitter.com/oqwpo78RaU
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 9, 2021
বোলিং বিভাগও এবার যথেষ্ট শক্তিশালী রয়্যালদের। রয়েছেন মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহল, রাহুল চাহরের মতো বোলার। মুম্বইয়ের বোলিং লাইন আপ নিয়ে সমালোচনা করার কোনও জায়গাই নেই। বুম বুম বুমরাহ ছাড়াও আছেন ট্রেন্ট বোল্ড। তাই বাইশ গজের লড়াইটা যে জমে যাওয়া শুধু সময়ের অপেক্ষা একথা হলফ করে বলে দেওয়া যায় এখনই।