Yashpal Sharma Died
Share it

ভারতীয় ক্রিকেটে বড় ধাক্কা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা (Yashpal Sharma)। মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। কপিল দেবের নেতত্বে ৮৩’র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাতীয় দলের প্রাক্তন মিডল-অর্ডার ব্যাটসম্যানের।


ভারতীয় ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক হিসেবেও কাজ করেছেন যশপাল শর্মা। করেছেন অ্যাম্পায়ারিংও। পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে যশপাল শর্মা বেশ খ্যাতি অর্জন করেছিলেন। ৮৩-এর বিশ্বজয়ী দলের অন্যতম এই সদস্য ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারী হয়েছিলেন।


সাত এবং আটের দশকে ভারতের হয়ে নিয়মিত খেলেছেন যশপাল শর্মা। দেশের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচ এবং ৪২টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। ৩৭টি টেস্টে ২টি শতরান ও ৯টি অর্থ শতরান সহ মিডল-অর্ডার ব্যাটসম্যান যশপালের ১৬০৬ রান সংগ্রহ করেছিলেন। টেস্টে তাঁর রানের গড় ছিল ৩৩। ওয়ানডে ক্রিকেটেও দেশের হয়ে ৪২টি ম্যাচ খেলেছিলেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান। ১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে (ODI) তাঁর অভিষেক হয়। ২৮.৪৮ গড়ে ৮৮৩ রান করেছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। শোকাচ্ছন্ন ক্রীড়ামহলও।

Share it