ঋষভ পন্থ
Share it

কাঁধের চোট গোটা IPL থেকেই ছিটকে দিয়েছে শ্রেয়স আইয়ারকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে গত IPL-এও অধিনায়কত্ব করেছেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান। দিল্লিকে লিগ টেবলে সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন শ্রেয়স। এবার তাঁর অনুপস্থিতিতে চিন্তায় পড়ে গিয়েছিল দিল্লি টিম ম্যানেজমেন্ট।


মঙ্গলবার তাঁর জায়গায় অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল ভারতীয় দলের আরও এক তরুন প্রতিভাকে। ঋষভ পন্থ। শ্রেয়সের জায়গায় এবার তিনিই দিল্লি দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইন্টারনেটে প্রেস বিবৃতি দিয়ে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সভাপতি কিরণ কুমার গ্রান্ধি।

তিনি বলেন, “শ্রেয়সের অধিনায়কত্বে আমাদের দল নতুন একটা উচ্চতায় উঠেছিল। ওকে আমাদের মনে পড়বে। ওর অনুপস্থিতিতে ঋষভ অধিনায়কত্ব করবে। আমি ওর সাফল্য কামনা করি। আশা করব শ্রেয়সও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।”

শ্রেয়সের পরিবর্তে দলে অধিনায়ক হওয়ার দৌড়ে উঠে এসেছিল একাধিক নাম। পন্থ ছাড়াও নাম শোনা যাচ্ছিল অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন, অজি তারকা স্টিভ স্মিথের। তবে শেষমেশ দুই অভিজ্ঞ ক্রিকেটারকে টপকে নেতৃত্বের দায়িত্ব পেলেন ভারতীয় দলের প্রতিভাবান ব্যাটসম্যান-উইকেট কিপার। অস্ট্রেলিয়া ও সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দারুণ ফর্মে দেখা গিয়েছিল পন্থকে। এবার ক্যাপ্টেন হিসেবে তিনি কতটা সফল হন সেটাই দেখার।

Share it