আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ১৩তম IPL-এ ২২ গজের যুদ্ধে আবুধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। IPL-এর এল ক্লাসিকো শুরুর আগে মুম্বই সেনাপতি রোহিত শর্মা বললেন, চেন্নাইয়ের সঙ্গে খেলা সবসময়ই উপভোগ করেন তিনি।
🗣️: "It's the #ElClasico of @IPL!"#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #MIvCSK pic.twitter.com/i2TV6ump2U
— Mumbai Indians (@mipaltan) September 18, 2020
রোহিত শর্মা বলেন, “CSK-এর বিরুদ্ধে খেলতে ভালো লাগে। এই প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই উপভোগ করি। কিন্তু, যখন মাঠে থাকি, তখন চেন্নাই শুধুই একটা প্রতিপক্ষ ছাড়া আর কিছুই নয়।” দলের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করে একথা জানিয়েছেন MI অধিনায়ক। IPL-এর ইতিহাসে ছক্কা মারার রেকর্ড রয়েছে রোহিত শর্মার ঝুলিতে। এই তালিকায় ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিংহ ধোনির পরেই চতুর্থ তিনি। IPL-এর আইপিএলের সফলতম অধিনায়কও তিনি। ট্রফি জিতেছেন চারবার।
📹 | Rohit v Dhoni. Pollard v Bravo. Hardik v Jadeja. #MIvCSK 🔥#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL pic.twitter.com/20iU3pXsp2
— Mumbai Indians (@mipaltan) September 19, 2020
IPL-এর এল ক্লাসিকো ম্যাচের আগে পরিসংখ্যান চিন্তায় রাখবে দুই দলকেই। কারণ, ২০১৪ IPL-এ মুম্বই ইন্ডিয়ান্স আমিরশাহীতে যে কটা ম্যাচ খেলেছে, তার সবকটাতেই হেরেছে। আবার চেন্নাই সুপার কিংস শেষ পাঁচটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে একবারও হারাতে পারেনি। দু’দলের শেষ ১০টি ম্যাচের মধ্যে ৮টিতেই হেরেছে CSK। তবে সেসব ভুলে নতুন মরশুমে নতুনভাবে শুরু করতে চাইবে দুই দলই।