দীর্ঘ প্রতীক্ষার অবসান। আরব আমিরশাহীর মাটিতে দারুনভাবে শুরু হয়ে গেল IPL উৎসব। হ্যাঁ, উৎসবই বটে। না হলে প্রতি বছর দেশ বিদেশের ক্রিকেটপ্রেমী এমন হাঁ করে টুর্নামেন্টের প্রতীক্ষায় বসে থাকে? করোনা আবহে এবার IPL-এর আসর না বসারই সম্ভাবনা জোরালো হচ্ছিল একটা সময়। ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্ক সৌরভ গাঙ্গুলির সাহসী উদ্যোগেই সম্ভব হয়েছে IPL আয়োজন করার। ঠিক হয় IPL হবে এবং তা হবে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে। দু’মাসেরও কম সময়ের ব্যবধানে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘দাদা’।
A round of applause just before the start of play as we thank all our frontline heroes who have been working round the clock during these tough times.#ThankYouFrontlineHeroes pic.twitter.com/KRNcstRSXU
— IndianPremierLeague (@IPL) September 19, 2020
করোনা থেকে সুরক্ষিত থাকতে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ছিল না কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। নেই দর্শক-হৃদয়ে দোলা লাগানো চিয়ারলিডারদের দৃষ্টিনন্দন নাচও। ফাঁকা দর্শকাসন। ফলে প্রথম থেকে অনেকের মনেই আশঙ্কা ছিল এবারের IPL জমবে তো? সবার আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দুর্দান্তভাবেই শুরু হয়ে IPL-এর ১৩তম সংস্করণ। জৈব সুরক্ষা বলয়ে বাইশ গজে ব্যাট-বলের লড়াই শুরু হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ দিয়ে।
Deepak Chahar strikes!
Suryakumar hits one straight down the ground, high in the air, but finds Curran in the deep.
Live – https://t.co/HAaPi3BpDG #MIvCSK #Dream11IPL pic.twitter.com/FJSZHR6Chf
— IndianPremierLeague (@IPL) September 19, 2020
আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর আগেই কোভিড ওয়ারিয়রদের কৃতজ্ঞতা জানান BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, IPL চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল থেকে দুই দলের ক্রিকেটারররা।
Trent Boult strikes in the first over!
Watson has to depart.
Live – https://t.co/HAaPi3BpDG #MIvCSK #Dream11IPL pic.twitter.com/4NDwi5AzW6
— IndianPremierLeague (@IPL) September 19, 2020
আবুধাবির দর্শকাসন শূন্য স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই রেকর্ডেড চিৎকার। সঙ্গে ঢাক-ঢোলের আওয়াজ। সবমিলিয়ে তৈরি হল ভার্চুয়াল শব্দব্রহ্ম। ফাঁকা স্টেডিয়ামে ম্যাচের টানটান উত্তেজনা ধরে রাখতে এমন ব্যবস্থা করেছেন IPL উদ্যোক্তারা। মাঠের জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশের ভিডিয়ো, চিয়ারলিডার্সদের নাচের ছবি দেখানো ব্যবস্থা করা হয়েছে এবার। যা রীতিমত অভিনব। সবমিলিয়ে করোনা আবহে ভার্চুয়াল দর্শকদের হাত ধরেই মরু শহর মাতিয়ে দিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।