সৌরভ গাঙ্গুলি (ফাইল ফোটো)
Share it

IPL শুরুর আগেই ধাক্কা খেয়েছে CSK শিবির। ২ দুজন ক্রিকেটার ছাড়াও ১০ জনের বেশি সাপোর্ট স্টাফ কোভিড পজিটিভ। প্র্যাকটিস শুরু হলেও আতঙ্কে রয়েছে প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজি শিবিরই। এই অবস্থায় মুখ খুললেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। জানিয়ে দিলেন IPL টুর্নামেন্ট ঠিকমতো হবে বলেই আশাবাদী তিনি।

তবে CSK শিবিরের পরিস্থিতি নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি বোর্ড প্রেসিডেন্ট। বলেন, “আমরা নজরে রাখছি, তারা নির্ধারিত সুচি অনুযায়ী শুরু করতে পারে কিনা। আমার মনে হয় টুর্নামেন্ট ভালোভাবেই সম্পন্ন হবে। লম্বা সময়ের টুর্নামেন্ট। আশা করি সব ঠিকঠাকই হবে।”

সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই ও শারজায় IPL শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। এখনও টুর্নামেন্টের সূচি ঘোষণা করেনি BCCI। তার আগেই ২জন CSK প্লেয়ার ছাড়াও ১০ জনেরও বেশি সাপোর্ট স্টাফ কোভিড পজিটিভ। বোর্ডের নিয়ম অনুযায়ী, এই পরিস্থিতিতে সমস্ত ক্রিকেটার ও স্টাফদেরই ৭ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ এলেই একমাত্র তাঁরা ‘বায়ো বাবল’ সিস্টেমে ফিরে আসতে পারবেন।

Share it