Share it

View this post on Instagram

And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏

A post shared by Virat Kohli (@virat.kohli) on

সাতসকালে নেটিজেনদের সুখবর দিলেন বিরুষ্কা। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার সকালে অনুষ্কার বেবি বাম্পের ছবি পোস্ট করে বিরাট জানান, “২০২১-এর জানুয়ারিতে পরিবারে নতুন অতিথি আসছে।” বিরুষ্কার এই খবরে যারপরনাই আনন্দিত নেটিজেনরা। পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।

২০১৭ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন বিরুষ্কা। করোনা পরিস্থিতি ও লকডাউনের জন্য মুম্বইয়ে একসঙ্গে সংসার করছিলেন তাঁরা। মাঝেমধ্যেই দাম্পত্যের টুকরো টুকরো ছবি ও ভিডিও বিরুষ্কাভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন তাঁরা।

এরইমধ্যে IPL-এর দামামা বেজে যায়। প্রস্তুতি শুরু হয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিগুলোর তরফে। ১৯-২০ তারিখ নাগাদ বিরাটের দল RCB-ও রওনা হয়ে গেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থেকেও পুরোদমে শারীরিক কসরত চলছে ক্রিকেটারদের। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন বিরাট কোহলি।

Share it