Share it

ব্যাটিং হোক বা বোলিং, ফিল্ডিং হোক বা ক্যাপ্টেন্সি। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই IPL-এ দাপিয়ে এসেছে। এবারেও তার অন্যথা হওয়ার কারণ দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই চারবার ট্রফি জিতে IPL-এ রেকর্ড গড়ে ফেলেছে রোহিত ব্রিগেড। এবার সেই রেকর্ড এমন ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যেতে চাইছেন কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়ারা। বরাবরই MI-এর সাপোর্ট স্টাফ নজর কাড়ার মতো। IPL-এ তাদের অভিযান অত্যন্ত সুচতুর ও সুশৃঙ্খলভাবে হয় হেড কোচ মাহেলা জয়বর্ধনে, বোলিং কোচ নিউজিল্যান্ডের প্রাক্তন দ্রুতগতির বোলার শেন বন্ড, প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানের দুর্দান্ত প্রয়োগ কৌশলের দরুন।

ইতিপূর্বে ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯, চারবার IPL জিতে মুম্বই ইন্ডিয়ান্স অন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলোর তুলনায় বেশ কয়েক কদম এগিয়ে। এবার আরব দেশে টুর্নামেন্টের ১৩তম সংস্করণেও পাখির চোখ সেই ট্রফি। দলে নতুন সদস্য ক্রিস লিন, নাথন কুলটার নাইলদের হাতে ২০২০–এর IPL উঠবে কিনা, সেদিকে তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা।

Share it