কোভিড নেগেটিভ রিপোর্ট এসেছে CSK টিমের ১৩ জন সদস্যের। মঙ্গলবার সকালে এই বিবৃতি দিয়ে জানিয়ে দিলেও বিকেলে তা পাল্টে ফেললেন দলের CEO কেএস বিশ্বনাথন। বলেন, যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা বাদে বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। ফলে প্রথমে CSK ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তা দীর্ঘস্থায়ী হল না।
সকালে তাঁর বক্তব্য ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে বুঝতে পেরেই মঙ্গলবার বিকেল নতুন করে বিবৃতি দেন CSK-এর কেএস বিশ্বনাথন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছনোর পরই প্র্যাকটিসে নামার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট বাধ্যতামূলক। আর সেই টেস্টেই সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের রিপোর্ট নেগেটিভ আসে। দুবাইয়ে কোয়ারেন্টাইন থাকাকালীন আরও একবার টেস্ট হবে তাঁদের। কিন্তু যে ১৩ জন ইতিমধ্যেই কোভিড পজিটিভ হয়েছেন, তাঁদের এখনও নতুন করে পরীক্ষা হয়নি। একবার টেস্ট করার ১৪ দিন পর দ্বিতীয়বার টেস্ট হবে। আর সেই ১৪ দিন সময়সীমা এখনও আসেনি।
চেন্নাই সুপার কিংসের CEO আরও জানিয়েছেন, আপাতত দলের এক ক্রিকেটার সহ করোনা আক্রান্ত সকলেই আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত ১৩ জনকে আপাতত কোয়ারেন্টাইনেই থাকতে হবে। তবে ৪ সেপ্টেম্বর থেকে বাকিরা প্র্যাকটিসে নেমে পড়তে পারবেন বলেই আশা করা হচ্ছে। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।