নিউজ ওয়েভ ইন্ডিয়া: কলকাতা প্রেসক্লাবে ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত হল আইনজীবী সর্দার আমজাদ আলির লেখা দু’টি বই। একটি বাংলা ‘আহির ভৈরব’, অন্যটি ইংরেজি ‘Peeping through the glazed window’। ‘আহির ভৈরব’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ভাষাবিদ সাহিত্যিক তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড: পবিত্র সরকার। অন্যদিকে ‘Peeping through the glazed window’ প্রকাশ করেন একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড: চিন্ময় গুহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি।
অনুষ্ঠানের সূচনা হয় পার্থ দেবনাথের পরিবেশিত ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ সঙ্গীতের মাধ্যমে। এরপর ‘আহির ভৈরব’ বইটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন উন্মোচক ড: পবিত্র সরকার। তিনি লেখক সর্দার আমজাদ আলির সঙ্গে কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করে ‘আহির ভৈরব’ এর তাৎপর্য বিশ্লেষণ করেন। তিনি বলেন, “আমজাদ সাহেবের এই ‘আহির ভৈরব’ এক ব্যতিক্রমী অনুভবের ফসল, যা নুতন দিক দর্শনের সহায়ক।”
‘Peeping through the glazed window’ প্রবন্ধের গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশের পর ড: চিন্ময় গুহ বলেন, “অতি প্রাসঙ্গিক ১৭ টি বিভিন্ন বিষয় ভিত্তিক এই প্রবন্ধ সংকলনটি অধ্যয়ন করে মনে হয়েছে আইনজীবী লেখক সর্দার আমজাদ আলি তাঁর প্রতিটি লেখায় বিষয় বিশ্লেষণে অনবদ্য নম্রতা দেখিয়েছেন। গ্রন্থটি জীবনের সত্য বোঝার পথ প্রদর্শক। আমজাদ সাহেবের দুটি গ্রন্থই বাংলা ও ইংরেজি সাহিত্যের এক ব্যতিক্রমী সংযোজন।”
লেখক সর্দার আমজাদ আলি বলেন, “চলমান সমাজ ব্যবস্থায় স্বার্থের টানাটানি, হানাহানি, বিভেদ, বৈষম্য চারপাশ ছেয়ে গেলেও সাহিত্য সংস্কৃতি সেই বৈপরীত্যকে মিটিয়ে দিতে সক্ষম। তাই এই অনুষ্ঠানে সবদলের, সব ধর্মের, সব পেশা, সব নেশার মানুষরা সমবেত হয়েছেন।” তিনি আরও বলেন, “মানুষের মানবতা বোধকে নতুন করে জাগরিত করতে পারে সাহিত্য সংস্কৃতি। চারপাশের মানুষকে মানবিক চেতনায় উদ্বুদ্ধ করাই আমার লক্ষ্য। সারাজীবন আমি সেই আদর্শকে পোষণ করে এসেছি।”
অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি তাঁর ভাষণে সর্দার আমজাদ আলির সঙ্গে ওকালতি জীবনের স্বর্ণালী স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, “আমজাদ সাহেব আদ্যপান্ত একজন ভালো মানুষ। দেশকাল, রাজনীতি, সমাজনীতি সচেতন মানুষ। তাই তাঁর যে দু’খানি গ্রন্থ প্রকাশ পেল, তা পাঠকদের সুপ্ত চেতনার উন্মেষ ঘটাবে এবং সচেতন পাঠক মহলে সমাদৃত হবে।”
অনুষ্ঠানে ‘আহির ভৈরব’ গ্রন্থ থেকে একটি অংশ পাঠ করে সবাইকে মুগ্ধ করেন আইনজীবী অমল মুখোপাধ্যায়। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে পরিবেশ আরও মনোরম করে দেন সর্দার আমজাদ আলি পুত্র শাহিন ইমাম।