শিগগিরই মুক্তি পেতে চলেছে তেপান্তর বাবীর মিউজিক অ্যালবাম ‘মনের সন্ধানে’। বাংলার সংগীতপ্রেমী মানুষদের ভালো গানের তৃষ্ণা মেটাতে এই অ্যালবামের গানগুলি সক্ষম হবে বলে আশাবাদী সুরকার ও তেপান্তর ব্যান্ডের অন্যতম সদস্য বাবী। অ্যালবামের কাজ এখন মাঝপথে। বাবীকে যন্ত্রানুসঙ্গে সাহায্য করেছেন রাজা মোতিলাল।

কেন অ্যালবামের নাম ‘মনের সন্ধানে’? বাবী জানিয়েছেন, ৪-৫ বছর আগে খ্যাপা গৌরের স্মরণ সভায় বিখ্যাত বাংলা ঢোল-খোলবাদক শ্রদ্ধেয় তিলক মহারাজের সঙ্গে আলাপ হয় তাঁর। তিনি তাঁকে অনুরোধ করেন, তেপান্তরের সঙ্গে কোথাও ‘মনের সন্ধানে’ শব্দটিকে রাখার। তার কয়েক বছর পর প্রয়াত সংগীতশিল্পী শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়ের একটি ডায়েরি হাতে পান বাবী। সেখান থেকেই ‘মনের সন্ধানে’ শব্দটি ফের মাথায় আসে তাঁর। শিল্পী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা নিয়ে কাজ করার ইচ্ছে হয় বাবীর। আর সেই জন্যই অ্যালবামের নাম ‘মনের সন্ধানে’।
দেখুন ভিডিও:
বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া প্রয়াত সংগীতশিল্পী শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় জীবদ্দশায় তাঁর প্রাপ্য সম্মান পাননি। যত্নের অভাবে তাঁর বহু গানের খাতা উইপোকায় নষ্ট করে দিয়েছে। গ্রামবাংলার মাটির স্পর্শ লেগে থাকত তাঁর লেখা ও সুরসৃষ্টিতে। কিন্তু, অযত্নে, অবহেলায় নষ্ট হয়ে যেতে বসা এই গুণীশিল্পীর সৃষ্টিকে হারিয়ে যেতে দিতে চাননি বাংলা ব্যান্ড ‘তেপান্তর’-এর বাবী। অনেক কষ্টে ডায়েরির আধ ছেঁড়া পাতা থেকে উদ্ধার করেন শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা। কিন্তু, লেখা উদ্ধার হলেও হারিয়ে গেছে সেসব গানের সুর। তাই থেমে না থেকে নিজেই সেইসব লেখায় সুর দেওয়ার কাজ শুরু করেন বাবী। তাঁর মূল উদ্দেশ্য শুধু ৪-৫দশক আগের গানগুলোকে রেকর্ড করাই নয়, এখনকার প্রজন্মের কাছে সেগুলিকে জনপ্রিয় করে তোলাও। বাবী জানিয়েছেন, অ্যালবামটির সঙ্গে তাঁর অনেক বিশেষ আবেগ ও অনুভূতি জড়িয়ে আছে।
দেখুন ভিডিও:
অ্যালবামের গানগুলিতে ব্যবহার হয়েছে ঢাক, মাদল, ভায়োলিন থেকে শুরু করে একাধিক বাদ্যযন্ত্র। অ্যালবামটিতে রয়েছে ‘টাকার মতো জিনিস নাই’ নামে একটি গান। বাবীর দাবি, “গানটির কথা এত দশক পরেও বর্তমান যুগে সমান প্রাসঙ্গিক। এই গানে শাস্ত্রীয় সংগীতের রাগ, আরাবিয়ান নাইটস ঘরানা এবং লোকগান একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। গানগুলিতে থাকছে আরও প্রচুর চমক। অ্যালবাম মুক্তি পাবে কয়েক মাসের মধ্যেই।” এই অ্যালবামের ‘চামেলি তোর নাকি বিহা’ ইতিমধ্যেই শ্রোতাদের মন কেড়েছে।

সুরগুলিকে যথোপযুক্তভাবে সাজিয়ে তুলতে বড় ভূমিকা নিয়েছেন আরও এক গুণী শিল্পী রাজা মতিলাল। বাবী জানিয়েছেন, রাজা দার সঙ্গে এটা তাঁর প্রথম কাজ। তাঁরা কাজটা খুবই উপভোগ করছেন। দিনের পর দিন মাঝরাত অবধি ক্লান্তিহীনভাবে কাজ করছেন তাঁরা। সাউন্ড ও প্রোগ্র্যামিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে গানগুলিতে। রাজা দা সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাশীল বাবী। তিনি বলেন, “আমি এবং রাজাদা দুজনেই মিউজিকটাকে প্রাধান্য দিই। আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও দারুণ। ফলে কাজও খুব সহজেই হচ্ছে।”

অপরদিকে রাজা মতিলালও বাবীকে নিয়ে বেশ উৎসাহী। তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “বাবী গানগুলোয় সুন্দর সুর করেছে, ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমি বেশ খুশি। আমরা আমাদের তরফে সেরাটা টুকু দেওয়ার চেষ্টা করছি। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।”
প্রয়াত শিল্পী শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়কে তাঁরই রচিত গানে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ‘মনের সন্ধানে’ অ্যালবাম সাফল্যে শীর্ষে পৌঁছবে বলে আশাবাদী তেপান্তর বাবী ও রাজা মোতিলাল।