ভিশলেন ম্যানেজমেন্ট রিসোর্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে একটি অরাজনৈতিক আলোচনা সভা
Share it

“ডিজিট্যাল মিডিয়ায় কনটেন্টের ভূমিকা অপরিসীম। কনটেন্টের ক্ষেত্রে প্রতিটি শব্দ বুঝে ব্যবহার করা প্রয়োজন। কেননা প্রতিটি শব্দের নিজস্ব অর্থ ও ওজন আছে। সুতরাং বুঝেশুনে শব্দচয়ন করা উচিত। অর্থাৎ কতটা লিখব বা লিখব না, সেটা মনে রাখা দরকার।” ‘সোনার বাংলা’ গড়তে কী কী পদক্ষেপ প্রয়োজন, তা নিয়ে কলকাতায় এক অরাজনৈতিক আলোচনা সভায় একথা জানালেন ডিজিট্যাল কনটেন্ট বিশেষজ্ঞ অয়নজিৎ সেন।

‘সোনার বাংলা’ গড়তে কী কী পদক্ষেপ প্রয়োজন, তার ওপর সোমবার একটি অরাজনৈতিক আলোচনা সভার আয়োজন করা হয় কলকাতায়। সেখানে অয়নজিৎ সেনা ছাড়াও বক্তব্য রাখেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও শিক্ষাবিদ তথাগত রায়, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গাঙ্গুলি, অধ্যাপক জিষ্ণু বসু ও রাজনীতিবিদ অসীমকুমার ঘোষ উপস্থিত ছিলেন।

প্রাক্তন রাজ্যপাল ও শিক্ষাবিদ তথাগত রায় বলেন, রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে ডিজিট্যাল মিডিয়ার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবক যুবতিদের একাংশ অর্থ উপার্জনও করছে।

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গাঙ্গুলি বলেন, ডাঃ বিধানচন্দ্র রায়ের পর গত ৪৫ বছরে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি। সময় এসেছে, রাজ্যের ভালো দিকগুলিকে বিশ্বের সামনে তুলে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার।

অধ্যাপক জিষ্ণু বসু বলেন, রাজ্যে শিল্পায়নের গতি ত্বরান্বিত হলে কর্মসংস্থান বাড়বে। আর তাতেই রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে। রাজনীতিবিদ অসীমকুমার ঘোষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড বর্জন করার আহ্বান জানিয়েছেন।

Share it